• শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৫:২৮ অপরাহ্ন

‘আয়নাঘরের বন্দিদের’ মুক্তির দাবিতে সাবেক সেনা কর্মকর্তাদের আন্দোলন

Reporter Name / ৪০ Time View
Update : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪

প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের (ডিজিএফআই) ‘আয়নাঘরে’ বন্দি রাখা ব্যক্তিদের মুক্তির দাবিতে অবস্থান নিয়েছেন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ও তাঁদের স্বজনেরা। সোমবার রাতে রাজধানীর ক্যান্টনমেন্টের কচুক্ষেত এলাকায় এই অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সাবেক রাষ্ট্রদূত ও সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেন মারুফ জামান জানান, অনেক মানুষকে অন্যায়ভাবে ‘আয়নাঘরে’ বন্দি করে রাখা হয়েছে এবং তাঁদের মুক্তি না দেওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। এ কর্মসূচিতে লে. কর্নেল ফেরদৌস আজিজসহ আরও ২০-২৫ জন অংশ নিয়েছেন, যাঁদের সঙ্গে গুম হওয়া স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’ও যোগ দিয়েছে।

ব্রিগেডিয়ার (অব.) মো. হাসান নাসির বলেন, ডিজিএফআই, র‌্যাব ও পুলিশের বন্দিশালায় থাকা ব্যক্তিদের মুক্তি দিতে হবে, নতুবা তাঁদের জীবন ঝুঁকিতে পড়তে পারে।

এছাড়া, বিভিন্ন পরিবারের সদস্যরাও তাঁদের নিখোঁজ স্বজনদের মুক্তির দাবিতে এই আন্দোলনে শামিল হয়েছেন।


More News Of This Category
https://slotbet.online/