প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের (ডিজিএফআই) ‘আয়নাঘরে’ বন্দি রাখা ব্যক্তিদের মুক্তির দাবিতে অবস্থান নিয়েছেন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ও তাঁদের স্বজনেরা। সোমবার রাতে রাজধানীর ক্যান্টনমেন্টের কচুক্ষেত এলাকায় এই অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সাবেক রাষ্ট্রদূত ও সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেন মারুফ জামান জানান, অনেক মানুষকে অন্যায়ভাবে ‘আয়নাঘরে’ বন্দি করে রাখা হয়েছে এবং তাঁদের মুক্তি না দেওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। এ কর্মসূচিতে লে. কর্নেল ফেরদৌস আজিজসহ আরও ২০-২৫ জন অংশ নিয়েছেন, যাঁদের সঙ্গে গুম হওয়া স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’ও যোগ দিয়েছে।
ব্রিগেডিয়ার (অব.) মো. হাসান নাসির বলেন, ডিজিএফআই, র্যাব ও পুলিশের বন্দিশালায় থাকা ব্যক্তিদের মুক্তি দিতে হবে, নতুবা তাঁদের জীবন ঝুঁকিতে পড়তে পারে।
এছাড়া, বিভিন্ন পরিবারের সদস্যরাও তাঁদের নিখোঁজ স্বজনদের মুক্তির দাবিতে এই আন্দোলনে শামিল হয়েছেন।