মেসির নেতৃত্বে ইন্টার মায়ামির সাফল্যের ধারাবাহিকতা আজ থেমে গেছে। নিউইয়র্ক সিটির বিরুদ্ধে এমএলএস ম্যাচে ১-১ গোলে ড্র করে তারা এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট অর্জনের রেকর্ডের স্বপ্নে বড় ধাক্কা পেয়েছে। ম্যাচের ৭৫ মিনিট পর্যন্ত গোল পেতে অপেক্ষা করতে হয় মায়ামিকে, যেখানে ইকুয়েডরিয়ান ফরোয়ার্ড লিওনার্দো কাম্পানা মেসির সাবেক সতীর্থ জর্দি আলবার পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন।