প্রিন্ট এর তারিখঃ মে ২১, ২০২৫, ৪:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৪, ১০:১৮ এ.এম
মেসির মায়ামির রেকর্ডের পথে বাধা: ড্রয়ে স্তব্ধতা
মেসির নেতৃত্বে ইন্টার মায়ামির সাফল্যের ধারাবাহিকতা আজ থেমে গেছে। নিউইয়র্ক সিটির বিরুদ্ধে এমএলএস ম্যাচে ১-১ গোলে ড্র করে তারা এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট অর্জনের রেকর্ডের স্বপ্নে বড় ধাক্কা পেয়েছে। ম্যাচের ৭৫ মিনিট পর্যন্ত গোল পেতে অপেক্ষা করতে হয় মায়ামিকে, যেখানে ইকুয়েডরিয়ান ফরোয়ার্ড লিওনার্দো কাম্পানা মেসির সাবেক সতীর্থ জর্দি আলবার পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন।
এখনো জয় নিশ্চিত মনে করে সমর্থকরা উদ্যাপন শুরু করলেও, যোগ করা সময়ের পঞ্চম মিনিটে নিউইয়র্ক সিটির জেমস স্যান্ডসের দুর্দান্ত হেড গোল সবকিছু বদলে দেয়। এই ড্রয়ের ফলে মেসির মায়ামির রেকর্ডের আশা অনেকটাই ক্ষুণ্ন হয়েছে, তবে প্লে-অফে তাদের অবস্থান আগেই নিশ্চিত হয়ে গেছে।
Copyright © 2025 Prime Vision 24. All rights reserved.