• বুধবার, ২১ মে ২০২৫, ০২:৩৪ অপরাহ্ন

ভোলায় ১০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ভোলা প্রতিনিধি / ৪৪ Time View
Update : রবিবার, ১৪ জুলাই, ২০২৪

ভোলার বোরহানউদ্দিনে ৯ হাজার ৮০০টি ইয়াবা ট্যাবলেটসহ আলাউদ্দিন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার (১৪ জুলাই) ভোররাতে উপজেলার হাকিমুদ্দিন বেড়িবাঁধ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আলাউদ্দিন জেলার লালমোহন উপজেলার চরলক্ষ্মী গ্রামের মৃত আজাহার মীরের ছেলে। প্রাইম ভিশন ২৪-এর তথ্য অনুযায়ী, ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মামুন-অর-রশিদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি টিম চেকপোস্টে ডিউটিরত অবস্থায় একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালায়। এ সময় ৯ হাজার ৮০০টি ইয়াবাসহ আলাউদ্দিনকে আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মামুন-অর-রশিদ জানান, ঢাকা থেকে লঞ্চযোগে এসব মাদক ভোলায় আনা হয়েছিল। এটিই ভোলায় সর্বোচ্চ মাদকের চালান আটক হওয়ার ঘটনা। এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


More News Of This Category
https://slotbet.online/