• বুধবার, ২১ মে ২০২৫, ০২:০৩ অপরাহ্ন

ঢাকাই সিনেমার সুদিনের ইঙ্গিত, তুফানের বিশেষ প্রদর্শনীতে শাকিব খানের উপস্থিতি

ডেস্ক রিপোর্ট / ৩৯ Time View
Update : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

ঢাকাই সিনেমার সুদিন যেন আবার ফিরে আসছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পাওয়া সিনেমা **”তুফান“** সেই আভাস দিচ্ছে। সিনেমাটি মুক্তির পর থেকেই দেশের বিভিন্ন সিনেমা হলে একের পর এক রেকর্ড গড়ছে। এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় মিরপুরের সনি স্কয়ারে আয়োজিত হয় “তুফান” সিনেমার এক বিশেষ প্রদর্শনী। সেখানে উপস্থিত ছিলেন ঢালিউডের জনপ্রিয় তারকা শাকিব খান, চঞ্চল চৌধুরীসহ সিনেমার অন্যান্য কলাকুশলীরা।

প্রদর্শনী শুরুর আগে চঞ্চল চৌধুরী ও অন্যান্য কলাকুশলীদের সাথে আড্ডায় মেতে উঠলেন দর্শক ও গণমাধ্যমকর্মীরা। চঞ্চল চৌধুরী “তুফান” সিনেমায় একজন গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন, যা দর্শকদের মন জয় করেছে। আড্ডার সময় পরিচালক রায়হান রাফী আসেন এবং চঞ্চল তাকে জড়িয়ে ধরে প্রশংসা করেন, ‘দিলি রাফী, উড়ায়া দিলি রে।’

শাকিব খান সিনেমাটির মূল আকর্ষণ ছিলেন এবং তার উপস্থিতি ছিল অত্যন্ত উচ্ছ্বসিত। ভিড় এড়াতে তিনি পেছনের গেট দিয়ে প্রবেশ করেন এবং পুরো সময় তাকে ঘিরে ছিলেন আয়োজকরা। শাকিব খান বলেন, “আমি আজ কিছু বলতে আসিনি। আজ দেখতে এসেছি সিনেমা। দীর্ঘ সময় ধরে সিনেমাটি দেখার জন্য অপেক্ষায় ছিলাম, কখন যাব, কখন দেখব সিনেমাটি। আমি বেশ আগে থেকেই রাফীকে বলছিলাম, বিশেষ স্ক্রিনিং কবে হবে। ধন্যবাদ আয়োজনের জন্য।”

সিনেমাটি দেখতে শাকিবের পরিবারের মানুষও টিকিট পেতে ব্যর্থ হয়েছেন, এমনটাই জানান তিনি। শাকিব খান আরও বলেন, “আমার ফ্যামিলির মানুষ বলে, ভাই, টিকিট নেই। দর্শকদের এই ভালোবাসায় কৃতজ্ঞতা। সত্যিই আজ মনে হচ্ছে, ১০০ কোটির ২৫ ভাগ ২৫ কোটি কিন্তু বাকি রয়ে গেছে।”

“তুফান”  সিনেমাটি একটি তরুণের চলচ্চিত্র নায়ক হওয়ার গল্প নিয়ে নির্মিত। সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। রায়হান রাফীর পরিচালনায় এই সিনেমায় আরও অভিনয় করেছেন নাবিলা, মিমি চক্রবর্তী, চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত এবং সালাহউদ্দিন লাভলু।


More News Of This Category
https://slotbet.online/