• বুধবার, ২১ মে ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ন

টিকটকারের বিরুদ্ধে কিশোরী গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি / ৩৭ Time View
Update : বুধবার, ১০ জুলাই, ২০২৪

ময়মনসিংহের হালুয়াঘাটে কিশোরী গৃহকর্মীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে ইসমাইল হোসেন (৩৫) নামের একজন জনপ্রিয় টিকটকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

 

পুলিশ ও কিশোরীর পরিবারের সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে ইসমাইল তাঁর বাড়িতে ওই কিশোরীকে গৃহপরিচারিকার কাজ দেন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে ধর্ষণ করেন ইসমাইল। কিশোরীর পরিবার বিষয়টি জানার পর ইসমাইলকে বিয়ের জন্য চাপ দিলে তিনি মা ও মেয়েকে হত্যার হুমকি দেন।

 

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল হক জানান, কিশোরীর মা বাদী হয়ে মামলাটি করেছেন। অভিযুক্ত ইসমাইলকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। কিশোরীকে পুলিশের হেফাজতে নিয়ে স্বাস্থ্য পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


More News Of This Category
https://slotbet.online/