কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে সংঘর্ষে নিহতদের স্মরণ এবং বিচারের দাবিতে গতকাল মঙ্গলবার অনেকেই ফেসবুকে প্রোফাইলে লাল ফ্রেম ব্যবহার করেছেন। সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা মিছিল করেছেন।
রাজধানী ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকার বাইরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ সাতটি স্থানে প্রতিবাদ কর্মসূচি হয়েছে। একটি স্থানে পুলিশ বাধা দিয়েছে।
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে সংঘর্ষে দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন। গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে নিহতদের স্মরণে মঙ্গলবার সারা দেশে শোক পালনের সিদ্ধান্ত হয়। এরপর রাতে কোটা আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা মুখে ও চোখে লাল কাপড় বেঁধে ছবি তোলার কর্মসূচি ঘোষণা করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘোষণার পরপরই সোমবার রাত থেকে ফেসবুক প্রোফাইলে লাল ফ্রেম ব্যবহার শুরু হয়। শিক্ষার্থী, শিক্ষক, সংস্কৃতিকর্মী, লেখক, সাংবাদিক, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি জানিয়েছেন।
অনলাইনকেন্দ্রিক কর্মসূচির পাশাপাশি গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা মিছিল করেন। দুপুর সাড়ে ১২টার দিকে শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হয়ে তারা মৌন মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং কোটা সংস্কার আন্দোলনের সময় নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গতকাল দুপুর পৌনে ১২টার দিকে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে মিছিল করেন। পুলিশ প্রথমে বাধা দিলেও পরে নিরাপত্তাকর্মী ফটকের তালা খোলেন। প্রধান ফটকের সামনে সমাবেশে শিক্ষকেরা বক্তব্য দেন।
বসুন্ধরা এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসের বাইরে দাঁড়িয়ে কর্মসূচি পালন করেন। শিক্ষকদের হাতে ছিল ‘নিরস্ত্র ছাত্র হত্যার বিচার চাই’ লেখা প্ল্যাকার্ড।
সারা দেশে শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু বিচারসহ ৯ দফা দাবিতে পাঁচ জেলায় শিক্ষার্থীরা মিছিল করেন। খুলনা, পঞ্চগড়, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, এবং যশোরে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ ও সমাবেশ করেন। পুলিশ বিভিন্ন স্থানে বাধা দিলেও শেষ পর্যন্ত শিক্ষার্থীরা তাদের কর্মসূচি পালন করেন।