• বুধবার, ২১ মে ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন

শিক্ষার্থীদের আন্দোলনে উসকানি দিচ্ছে কিছু মহল: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদন / ৩৬ Time View
Update : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতাবিরোধী অপশক্তি ভর করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

 

ওবায়দুল কাদের বলেন, “শিক্ষার্থীরা কার বিপক্ষে আন্দোলন করবে? সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ তো তাদের পক্ষেই আছে। এর পরেও আন্দোলন চলমান থাকা প্রমাণ করে, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য কোনো গোষ্ঠী বা মহল এই আন্দোলনে উসকানি দিচ্ছে।” তিনি আরও জানান, সরকারি চাকরিতে কোটা সংরক্ষণ নিয়ে হাইকোর্ট বিভাগের রায়ের ওপর আপিল বিভাগ চার সপ্তাহের স্থিতাদেশ দিয়েছেন, যার ফলে হাইকোর্ট বিভাগের রায়ের কার্যকারিতা নেই।

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিক্ষার্থীদের চলমান আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং দাবি করেছেন যে এটি সাধারণ জনগণের জন্য ভোগান্তি তৈরি করছে। তিনি বলেন, “একটি চিহ্নিত রাজনৈতিক মহল শিক্ষার্থী ও জনগণের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে ফায়দা লোটার অপচেষ্টা করছে।”

 

ওবায়দুল কাদের বিএনপি-জামায়াত ও তাদের দোসরদের আন্দোলনকে হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলে বলেন, “তারা এখন কোটা আন্দোলনের ওপর ভর করার অপচেষ্টা চালাচ্ছে। কারণ, তাদের ওপর জনগণের কোনো আস্থা নেই।”

 

তিনি দেশের মানুষের যৌক্তিক দাবির প্রতি আওয়ামী লীগের আন্তরিকতার কথা উল্লেখ করে বলেন, “কোনো যৌক্তিক দাবি কখনোই আওয়ামী লীগের কাছে উপেক্ষিত হয়নি।” তরুণ শিক্ষার্থীদের কারও রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহারের শিকার না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আদালত আন্দোলনরত শিক্ষার্থীদের অসন্তোষের বিষয়সমূহ চূড়ান্ত শুনানিকালে আমলে নিয়ে বাস্তবসম্মত চূড়ান্ত রায় প্রদান করবেন এবং বিষয়টির নিষ্পত্তি হবে বলে আশা করি।”

 

আন্দোলনকারীদের ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের


More News Of This Category
https://slotbet.online/