প্রিন্ট এর তারিখঃ মে ২২, ২০২৫, ২:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৩, ২০২৪, ১১:৫১ পি.এম
শফিকুল আলম হচ্ছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব হিসেবে নিয়োগ পাচ্ছেন বার্তা সংস্থা এএফপির বাংলাদেশ ব্যুরোপ্রধান শফিকুল আলম। সরকারি সূত্রে জানা গেছে, শিগগিরই এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি হবে।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে সাংবাদিক শফিকুল আলম তার নতুন নিয়োগের খবর জানিয়েছেন। তবে, এখনো পর্যন্ত তার হাতে নিয়োগপত্র পৌঁছায়নি, কিন্তু তিনি দু-এক দিনের মধ্যে এটি হাতে পাওয়ার আশা করছেন।
সাংবাদিক শফিকুল আলম গত দুই দশক ধরে ফরাসি বার্তা সংস্থা এএফপির সঙ্গে যুক্ত আছেন এবং তাঁর দীর্ঘ অভিজ্ঞতা ও পেশাদারিত্বের কারণে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাচ্ছেন।
৮ আগস্ট বৃহস্পতিবার শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর অন্তর্বর্তী সরকার গঠিত হয়, এবং এতে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়।
Copyright © 2025 Prime Vision 24. All rights reserved.