• শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৮:২৩ অপরাহ্ন

সাহস নিয়ে দাঁড়ান, আমরা আছি: সজীব ওয়াজেদ

Reporter Name / ৪২ Time View
Update : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

আওয়ামী লীগকে শেষ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। নেতা-কর্মীদের সাহস নিয়ে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘আমরা আছি।’

আজ বুধবার এক ভিডিও বার্তায় সজীব ওয়াজেদ এ কথা বলেন। তিনি শেখ হাসিনার সরকারের অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা ছিলেন।

গত সোমবার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর সজীব ওয়াজেদ বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে জানিয়েছিলেন, তাঁর মা আর রাজনীতিতে ফিরছেন না। পরদিন ডয়েচেভেলেকে বলেন, শেখ পরিবারের কেউ রাজনীতিতে আসবে না।

ভিডিও বার্তার শুরুতে সজীব ওয়াজেদ দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন, দেশে এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে। সারা দেশে ভাঙচুর, লুটপাট হচ্ছে এবং আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলা ও হত্যা করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, ‘আওয়ামী লীগ দেশের সবচেয়ে পুরোনো এবং বড় গণতান্ত্রিক দল। আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি। আওয়ামী লীগ এই দেশকে স্বাধীন করেছে। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব নয়।’

শেখ হাসিনার পরিবার রাজনীতিতে আসবে না—এই প্রসঙ্গে সজীব ওয়াজেদ বলেন, ‘আমাদের নেতা-কর্মীদের ওপর যেভাবে হামলা হচ্ছে, এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। বাংলাদেশে যদি গণতন্ত্রের নতুন যুগ গড়ে তুলতে হয়, আওয়ামী লীগ ছাড়া সম্ভব নয়। আওয়ামী লীগ হচ্ছে সবচেয়ে বড় দল এবং কোথাও যাবে না। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব নয়।’

আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে সজীব ওয়াজেদ বলেন, ‘আমি সবাইকে আহ্বান জানাচ্ছি। আপনারা সাহস নিয়ে দাঁড়ান, আমরা আছি। বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি। আমরা আপনাদের সঙ্গে আছি। দেশকে, আমাদের নেতা-কর্মীদের এবং আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা করতে প্রস্তুত।’

বর্তমান ক্ষমতাসীনদের উদ্দেশে সজীব ওয়াজেদ বলেন, ‘বর্তমানে যারা ক্ষমতায় আছেন, তাঁদের উদ্দেশে বলব, আমরাও একটি গণতান্ত্রিক, সুশৃঙ্খল ও নিরাপদ দেশ চাই, জঙ্গিবাদ মুক্ত। তার জন্য আমরা সবার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। শুধু তাঁরা যদি জঙ্গিবাদ ও সহিংসতা পরিহার করেন। শেখ হাসিনা মরে যাননি। আমরা কোথাও যাইনি। বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র ও নির্বাচন সম্ভব না।’


More News Of This Category
https://slotbet.online/