• বুধবার, ২১ মে ২০২৫, ০৯:০১ অপরাহ্ন

রংপুরে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষ, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

ডেস্ক রিপোর্ট / ৩৬ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

রংপুরে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আজ মঙ্গলবার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ করে। সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন শতাধিক শিক্ষার্থী।

নিহত আবু সাঈদ (২২) রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী। তাঁর বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায়। তিনি বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলন সমন্বয় কমিটির সদস্য ছিলেন। তাঁর পরিচয় নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম।

আজ দুপুর দুইটার দিকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালীন সময় আবু সাঈদ গুরুতর আহত হন। তাঁকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক আশিকুল আরেফিন তাঁকে মৃত ঘোষণা করেন।

আন্দোলনকারীরা দাবি করেছেন, পুলিশ ও ছাত্রলীগের যৌথ হামলায় তাঁদের শতাধিক সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকেই গুরুতর অবস্থায় রয়েছেন এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সংঘর্ষের সময় পার্ক মোড় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের শাস্তির দাবি করেছেন। তাঁরা বলছেন, কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করতে গিয়ে তাঁদের উপর এমন বর্বরোচিত হামলা মেনে নেওয়া যায় না।

রংপুর মহানগর পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


More News Of This Category
https://slotbet.online/