• বুধবার, ২১ মে ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ, কোটাপদ্ধতি সংস্কারের দাবি

রংপুর প্রতিনিধি / ৫২ Time View
Update : সোমবার, ৮ জুলাই, ২০২৪

সরকারি চাকরিতে কোটাপদ্ধতি সংস্কার ও ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আজ সোমবার রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। রংপুর নগরের মডার্ন মোড়ে শিক্ষার্থীরা দুপুর ১২টা থেকে দেড় ঘণ্টা এই কর্মসূচি পালন করেন।

সোমবার দুপুরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে রংপুর-ঢাকা মহাসড়কের মডার্ন মোড়ে অবরোধের মাধ্যমে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুরু হয়। বেলা ১টা ৩০ মিনিট পর্যন্ত চলে এই অবরোধ। শিক্ষার্থীরা কোটাপদ্ধতি সংস্কারের দাবি জানিয়ে স্লোগান দেন এবং ঘোষণা করেন যে, তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

অবরোধের কারণে মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, ফলে সড়কের তিন দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী থেকে ঢাকাগামী যানবাহনসহ বিভিন্ন গন্তব্যে যাত্রা করা সব যানবাহন আটকে পড়ে। এছাড়া ঢাকা, বগুড়া, গাইবান্ধা, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ থেকে রংপুরগামী এবং কুড়িগ্রাম ও লালমনিরহাট থেকে আসা দূরপাল্লার যানবাহনও এ অবরোধের ফলে আটকা পড়ে।

অবরোধ কর্মসূচি শুরুর আগে সকাল সাড়ে ১০টা থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে কারমাইকেল কলেজ, রংপুর সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেন। বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি নগরের মডার্ন মোড়ে এসে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে।

শিক্ষার্থীরা তাঁদের আন্দোলনে বিভিন্ন স্লোগান দেন, যেমন:
– ‘কোটা না মেধা, মেধা মেধা’
– ‘চাকরিতে কোটা, মানি না, মানব না’
– ‘কোটাপ্রথা, বাতিল চাই বাতিল চাই’
– ‘মুক্তিযুদ্ধের মূলকথা, সুযোগের সমতা’

রংপুর মহানগর পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, “কোটাবিরোধী আন্দোলনকারীরা কিছু সময়ের জন্য রাস্তায় বিক্ষোভ করেছিলেন। পরে তাঁরা আবার রাস্তা ছেড়ে চলে গেছেন। কিছু সময় পর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে গেছে।”

আপডেটের জন্য প্রাইম ভিশন ২৪ অ্যাপস:
প্রাইম ভিশন ২৪-এর সবার আগে খবর পেতে এবং সর্বশেষ আপডেট জানতে আমাদের মোবাইল অ্যাপস ডাউনলোড করুন। আমাদের অ্যাপের মাধ্যমে পাবেন প্রতিদিনের সর্বশেষ খবর এবং বিশেষ প্রতিবেদন।


More News Of This Category
https://slotbet.online/