রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলে গতকাল সোমবার মধ্যরাতে ছাত্রলীগের নেতা-কর্মীরা তল্লাশি চালান। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা স্লোগান দিলে ছাত্রলীগের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে হলে প্রবেশ করেন। এ ঘটনায় হলের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।
বিকেল ১২টার পর শিক্ষার্থীরা হলের প্রথম ও দ্বিতীয় ব্লকে থালা বাজিয়ে বিভিন্ন স্লোগান দেন। ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’ এবং ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দিতে থাকেন তাঁরা। এ সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব ও অন্যান্য নেতা-কর্মীরা হলে প্রবেশ করে তল্লাশি শুরু করেন।
মাদার বখশ হলের প্রথম ব্লকের তৃতীয় তলায় তল্লাশি চালানো হয়। ছাত্রলীগের নেতা-কর্মীরা বেশ কয়েকটি কক্ষে গিয়ে শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তাঁরা শিক্ষার্থীদের আন্দোলন থেকে বিরত থাকার জন্য চাপ দেন।
বিষয়টি জানতে পেরে হল প্রাধ্যক্ষ মো. রুকনুজ্জামান, আবাসিক শিক্ষক আমিরুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসাবুল হক হল প্রাঙ্গণে উপস্থিত হন। পরে ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রাধ্যক্ষের কক্ষে গিয়ে আলোচনা করেন এবং হল ত্যাগ করেন।
আসাদুল্লা-হিল-গালিব বলেন, ‘মধ্যরাতে হলের শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছিল। আমরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের বোঝানোর চেষ্টা করেছি যেন হলের পরিবেশ অস্থিতিশীল করা না হয়।’ লাঠিসোঁটা বহনের ব্যাপারে তিনি জানান, ‘আমি খালি হাতেই হলে প্রবেশ করেছি। অন্যদের ব্যাপারে আমার জানা নেই।’
হল প্রাধ্যক্ষ মো. রুকনুজ্জামান বলেন, তিনি এসে পরিস্থিতি স্বাভাবিক দেখতে পেয়েছেন। তল্লাশি চালানোর মতো কিছু দেখেননি। পরিস্থিতি শান্ত রাখতে হল প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন বলে শিক্ষার্থীরা মন্তব্য করেছেন।
https://slotbet.online/