সাইবার অপরাধে জড়িত থাকার অভিযোগে যুবলীগ নেতাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে যুবলীগের কেন্দ্রীয় নেতাসহ তিনজনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার দুপুরে মো. মহিবুল্লাহ পাটোয়ারী নামে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মচারী পরিচয় দেওয়া এক ব্যক্তি বাদী হয়ে বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন। আদালত পটুয়াখালীর মহিপুর থানার ওসিকে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।
মামলায় কলাপাড়ার মহিপুর থানা ছাত্রলীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আরিফ বিল্লাহ ওরফে নাসিম, মহিপুরের বাসিন্দা ও যুবলীগ নেতা রনি হোসেন এবং যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামীম আল সাইফুল ইসলাম ওরফে সোহাগকে অভিযুক্ত করা হয়েছে।
মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে, গত মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুবলীগ নেতা শামীম আল সাইফুল ইসলামের নির্দেশে একটি ভিডিও আপলোড করা হয়। সেখানে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত ছবি ব্যবহার করে তাঁকে হেয়প্রতিপন্ন করা হয়। এতে প্রতিমন্ত্রীর সম্মানহানি ও আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করা হয়েছে।
প্রধান অভিযুক্ত আরিফ বিল্লাহ বলেন, ‘আমি মামলার বিষয়ে কিছু জানি না। আমি দীর্ঘদিন ধরে রাজনীতি থেকে দূরে আছি।’
এ ঘটনায় পটুয়াখালীর কলাপাড়া ও রাঙ্গাবালী থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
কলাপাড়া থানার ওসি আলী আহমেদ এবং রাঙ্গাবালী থানার ওসি মো. হেলাল উদ্দীন এই অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
দুটি জিডিতে প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার ও তাঁর সুনাম ক্ষুণ্ন করার অভিযোগ করা হয়েছে।
https://slotbet.online/