অস্কারজয়ী দক্ষিণ কোরীয় পরিচালক পার্ক চ্যান উক নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। ‘আই কান্ট হেল্প ইট’ নামে এই ছবির কাজ ১৭ আগস্ট থেকে শুরু হবে, জানায় দ্য কোরিয়া হেরাল্ড।
এই সিনেমাটি যুক্তরাষ্ট্রের সাহিত্যিক ডোনাল্ড ওয়েস্টলেকের উপন্যাস ‘দ্য আক্স’ ভিত্তিক। সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন লি বিয়ং হুন ও সন ইয়েজিন। গল্পের কেন্দ্রবিন্দু হবে মান সু নামে এক কর্মী, যিনি চাকরিচ্যুত হয়েছেন। লি বিয়ং হুন এই চরিত্রে অভিনয় করবেন এবং সন ইয়েজিন তাঁর স্ত্রী মি রি চরিত্রে থাকবেন।
এর আগে পার্ক চ্যান উকের ‘জয়েন্ট সিকিউরিটি এরিয়া’ এবং ‘থ্রি...এক্সটিমস’ সিনেমায় লি বিয়ং হুন অভিনয় করেছেন। তবে এবারই প্রথমবারের মতো লি বিয়ং হুন ও সন ইয়েজিন একসঙ্গে পার্ক চ্যান উকের সিনেমায় কাজ করছেন। সন ইয়েজিনও প্রথমবার পার্ক চ্যান উকের সঙ্গে কাজ করছেন।
পার্ক চ্যান উক সর্বশেষ ২০২২ সালে ‘ডিসিশন টু লিভ’ সিনেমাটি পরিচালনা করেছেন। বর্তমানে তিনি এইচবিওর মিনি সিরিজ ‘দ্য সিমপ্যাথাইজার’ পরিচালনা করছেন, যা এই বছর এপ্রিলে মুক্তি পায়।