• শনিবার, ২৪ মে ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন

নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানাল সাদা দল

Reporter Name / ৩৯ Time View
Update : শনিবার, ১০ আগস্ট, ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়ে এবং অভিনন্দন জানিয়ে একটি বিবৃতি দিয়েছে। সাদা দল আশা করছে যে, এই অন্তর্বর্তীকালীন সরকার শিগগিরই একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য কার্যকর উদ্যোগ নেবে এবং শহীদদের রক্তের ঋণ পরিশোধ করবে।

বিবৃতিতে সাদা দলের আহ্বায়ক মো. লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান এবং আবদুস সালাম স্বাক্ষর করেন। এতে বলা হয়, ‘ছাত্র-শিক্ষক ও জনতার গণ–অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন এবং তাঁর দেশ ছেড়ে চলে যাওয়ার পর দেশে যে সরকারবিহীন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তা এখন অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণের মাধ্যমে পূর্ণ হয়েছে। বাংলাদেশ বর্তমানে একটি চরম ক্রান্তিকাল অতিক্রম করছে এবং নতুন সরকারের সামনে নানা চ্যালেঞ্জ রয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘গত ১৫ বছর ধরে স্বৈরশাসক সরকার আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। ভোটের অধিকার ও বাক্‌স্বাধীনতা কেড়ে নিয়ে সীমাহীন লুটপাট ও দুর্নীতির মাধ্যমে দেশের অর্থনৈতিক অবস্থাকে চরম সংকটে ফেলেছে। দলীয়করণের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। শিক্ষাব্যবস্থায় নৈরাজ্য সৃষ্টি করেছে বারবার শিক্ষাক্রম পরিবর্তন ও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে। নতুন সরকার এসব সমস্যা মোকাবিলায় যথাযথ পরিকল্পনা নিয়ে পদক্ষেপ নেবে বলে আমাদের বিশ্বাস। বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।’

বিবৃতিতে সাদা দলের সদস্যরা উল্লেখ করেন, ‘বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে নেওয়া দেশের মানুষের একটি বড় দাবি। দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এ জন্য প্রাণ দিয়েছেন অনেকেই। গুম, নিপীড়ন, নির্যাতন ও জেল-জুলুমের শিকার হয়েছেন অসংখ্য মানুষ। স্বৈরাচারী সরকারের পতনের জন্য গণ–অভ্যুত্থানে শত শত ছাত্র-জনতা শাহাদাত বরণ করেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার এই আন্দোলনে শহীদদের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।’


More News Of This Category
https://slotbet.online/