নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরের দক্ষিণে বঙ্গোপসাগরে একটি মালবাহী ট্রলার ডুবে চার রোহিঙ্গার মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিনটি শিশু এবং একজন নারী রয়েছেন। এ দুর্ঘটনায় ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ভাসানচর থেকে আট নটিক্যাল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনায় এই ট্রলারডুবির ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে শিশু আজিজুল হক (২), তার ভাই আবদুল কাদের (৩), আছিয়া বেগম (৩) এবং লায়লা বেগম (৪৫) অন্তর্ভুক্ত।
ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু জাফর জানান, আজ সকালে চট্টগ্রাম থেকে ২১ যাত্রী ও কিছু মালামাল নিয়ে একটি ট্রলার ভাসানচরের দিকে রওনা দেয়। ট্রলারটি ভাসানচর থেকে আট নটিক্যাল মাইল দক্ষিণে পৌঁছালে ট্রলারের তলা ফুটো হয়ে যায় এবং এতে ট্রলারটি ডুবে যায়। এই ঘটনায় তিন শিশুসহ এক নারী মারা যান।
ওসি আবু জাফর জানান, ট্রলারডুবির খবর পেয়ে কোস্টগার্ডের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ এবং আহতদের উদ্ধার করে। তিনি আরও জানান, রোহিঙ্গারা কক্সবাজারে অনুমতি নিয়ে গিয়েছিলেন এবং সেখান থেকে অনুমতি নিয়ে মালবাহী ট্রলারযোগে ভাসানচরে ফিরছিলেন, তখনই এই দুর্ঘটনা ঘটে।