চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ডান চোখ ওপাড়ানো অবস্থায় এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার, নাচোল ইউনিয়নের পীরপুর দিঘির পাড় হাটখোলা এলাকা থেকে গ্রাম পুলিশের সহায়তায় স্থানীয়রা লাশটি উদ্ধার করেন। এ ঘটনায় দুজনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
মৃত ছাত্রের নাম মো. ইসমাইল (১৬)। তিনি পীরপুর সাহানা পাড়ার মো. মজিদুরের (৩৯) ছেলে এবং স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। অভিযুক্ত ব্যক্তিরা হলেন একই এলাকার মো. আনসারুল (৫০) এবং মো. রাসেল (৩০)।
ইসমাইলের বাবা মো. মজিদুর জানান, "আমার একমাত্র ছেলে ইসমাইল দুই সন্তানের মধ্যে বড়। গতকাল রাত ৮টায় বাড়ি থেকে বেরিয়ে সে আর ফেরেনি। রাত আড়াইটা পর্যন্ত আমরা তাকে খুঁজেছি। ভোরে হাটখোলায় তার লাশ পাওয়া যায়। গ্রাম পুলিশের সহায়তায় লাশ থানায় পাঠানো হয়েছে।"
মজিদুর আরও জানান, "পাঁচ-ছয় মাস আগে এলাকার দুই মাদকসেবীর সাথে ফুটবল খেলা নিয়ে ইসমাইলের হাতাহাতি হয়েছিল। আমি মনে করি, এই ঘটনার প্রতিশোধ হিসেবে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আমি এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছি।"
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, "লাশটি ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।"