• বুধবার, ২১ মে ২০২৫, ০২:৪৩ অপরাহ্ন

‘মহারাজা’ মুগ্ধতা ছড়াচ্ছে

Reporter Name / ৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

দেশের সিনেমাপ্রেমীদের নতুন পছন্দের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে দক্ষিণ ভারতের অ্যাকশন-থ্রিলার সিনেমা ‘মহারাজা’। গত বৃহস্পতিবার নেটফ্লিক্সে মুক্তির পর থেকেই এই সিনেমাটি সমালোচক এবং দর্শকদের কাছ থেকে প্রশংসা কুড়াচ্ছে।

‘মহারাজা’ নিথিলান স্বামীনাথনের দ্বিতীয় পরিচালিত সিনেমা। ২০১৭ সালে মুক্তি পাওয়া তাঁর প্রথম সিনেমা ‘কুরাঙ্গু বোমাই’-এর মতোই এটি অ্যাকশন-থ্রিলার ঘরানার। ছবিটি মুক্তি পায় গত ১৪ জুন এবং মাত্র ২০ কোটি রুপি বাজেটে নির্মিত এই সিনেমাটি ইতোমধ্যেই বক্স অফিস থেকে ১১৩ কোটি রুপি আয় করেছে, যা চলতি বছরের অন্যতম সফল তামিল সিনেমা হিসেবে স্বীকৃত।

এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি, অনুরাগ কশ্যপ এবং মমতা মোহনদাস। মুক্তির পর থেকেই বিজয় সেতুপতির অসাধারণ অভিনয় এবং নিথিলান স্বামীনাথনের চিত্রনাট্য ও পরিচালনা নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সমালোচকরা। ফিলোমিনের সম্পাদনাও প্রশংসা কুড়িয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম রেডিফ ডটকমের অর্জুন মেনন ‘মহারাজা’কে ৫-এর মধ্যে ৪ রেটিং দিয়ে বলেছেন, ‘রিভেঞ্জ সিনেমায় নতুন সংযোজন এটি। শেষের এক ঘণ্টা আপনাকে চমকে দেবে এবং একই সঙ্গে দর্শক হিসেবেও আপনার পরীক্ষা নেবে।’ টাইমস নাউয়ের সমালোচক মনিকান্দান সিনেমাটির চিত্রনাট্যের গাঁথুনিকে মজবুত বলে উল্লেখ করেছেন এবং ৫-এর মধ্যে ৩.৫ রেটিং দিয়েছেন।

‘মহারাজা’ বিজয় সেতুপতির ক্যারিয়ারের ৫০তম সিনেমা, যা তাঁর ক্যারিয়ারে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। সিনেমাটি নেটফ্লিক্সে মুক্তির পর বাংলাদেশি দর্শক এবং সমালোচকদের মনেও জায়গা করে নিয়েছে।

চিত্রনাট্যকার ও সমালোচক মামুনুর রশীদ তানিম তাঁর ফেসবুকে লিখেছেন, ‘যে পুনরাবৃত্তি সিনেমায় ছিল, গল্পের অমন গঠনের কারণেই, সেটাকেও বিরক্তিকর মনে হতে দেয়নি ভালো লেখনি আর স্বামীনাথনের পরিচালনা। সম্পাদনা ভালো হওয়ায় উতরে গেছে।’

জনপ্রিয় ব্যান্ড ক্রিপটিক ফেইটের ভোকালিস্ট শাকিব চৌধুরী সিনেমাটি দেখে উচ্ছ্বসিত হয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘চলতি বছরের অন্যতম সেরা সিনেমা। মাস্টারক্লাস চিত্রনাট্য।’

গতকাল নেটফ্লিক্সের গ্লোবাল টপ চার্টের অ-ইংরেজিভাষার তালিকায় ‘মহারাজা’ চতুর্থ স্থানে ছিল।


More News Of This Category
https://slotbet.online/