প্রিন্ট এর তারিখঃ মে ২২, ২০২৫, ৩:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৮, ২০২৪, ৩:৫৭ পি.এম
মিরপুর ১০ নম্বরে সকাল থেকে বিকেল পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ
রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় আজ সকাল থেকে বিকেল পর্যন্ত পুলিশের সঙ্গে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুপুরের দিকে একটি পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটে এবং সেখানে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
সংঘর্ষের বিবরণ:
- সকাল ১০টা: মিরপুর টোলারবাগে ডেল্টা মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকায় আন্দোলনকারীরা জড়ো হওয়ার চেষ্টা করেন। পুলিশ তাঁদের ধাওয়া দিয়ে হটিয়ে দেয়।
- সকাল ১১টা: মিরপুর ১২ নম্বর বাসস্ট্যান্ডে আন্দোলনকারীরা জড়ো হতে চাইলে পুলিশ তাঁদের ধাওয়া দিয়ে মিরপুর ডিওএইচএস এলাকার ভেতরে পাঠিয়ে দেয়।
- দুপুর ১২টা: মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় আন্দোলনকারীরা পুলিশকে ধাওয়া দেয়। পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়ে পাল্টা প্রতিরোধ করে।
- দুপুর ১টা: পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা গোলচত্বরে অবস্থান নেন। আন্দোলনকারীরা আল-হেলাল হাসপাতালের সামনে ও মিরপুর ইনডোর স্টেডিয়ামের দিকে অবস্থান করে।
- দুপুর ২টা: মিরপুর ১০ নম্বরে একটি পুলিশ বক্সে আগুন দেওয়া হয়।
- দুপুর ৩টা: পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষোভ চলতে থাকে। সিটি করপোরেশনের কার্যালয়ের পাশে নির্মাণাধীন ভবনে দুজন পুলিশকে মারধর করা হয়।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি ছাব্বীর আহম্মেদ জানান, পুলিশ বক্সের আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশি আক্রমণে আহতদের মধ্যে ওসি ছাব্বীর আহম্মেদ নিজেও রয়েছেন।
- বিকেল ৩টা: আন্দোলনকারীরা মিরপুর ১০ নম্বর এলাকায় খণ্ড খণ্ড মিছিল ও বিক্ষোভ করেন। এ সময় পুলিশকে দেখা যায়নি।
- বিকেল ৫টা: মিরপুর ডা. মোহাম্মদ মোর্তজা চিকিৎসাকেন্দ্রের সামনে আন্দোলনকারীদের দ্বারা সহকারী প্রক্টর আবদুল মুহিত মারধরের শিকার হন। তাঁকে রিকশায় করে হাসপাতালে নেওয়া হয়।
আন্দোলনকারীরা আজ কমপ্লিট শাটডাউন (সর্বাত্মক অবরোধ) পালন করছেন। এই কর্মসূচির আওতায় শুধুমাত্র হাসপাতাল, গণমাধ্যমসহ জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
আজকের এই সংঘর্ষ ও বিক্ষোভের ফলে মিরপুর ১০ নম্বর এলাকা ও এর আশপাশের দোকানপাট বন্ধ রয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
Copyright © 2025 Prime Vision 24. All rights reserved.