সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বরিশাল নগরীর প্রধান সড়কে শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী অবরোধ করেন। রবিবার (১৪ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সদর রোডের কাকলীর মোড়ে এই অবরোধ কর্মসূচি পালন করেন সরকারি পলিটেকনিক কলেজের শিক্ষার্থীরা।
এই অবরোধের কারণে নগরীর প্রধান সড়কে যানজট সৃষ্টি হয়ে অচলাবস্থা দেখা দেয়। শিক্ষার্থীরা প্রতিবন্ধী ও অনগ্রসর জাতিগোষ্ঠীর কোটার বাইরে বৈষম্যমূলক সব কোটা বাতিলের দাবি জানান। শিক্ষার্থীরা বলেন, ‘১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হলেও বর্তমানে কোটা পদ্ধতি পাকিস্তানি শোষণ-বৈষম্য বহন করছে। আমরা এ কোটা পদ্ধতি থেকে মুক্তি চাই। আমাদের দাবি হলো- মেধার ভিত্তিতে সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া চালানো হোক।’
প্রাইম ভিশন ২৪ জানিয়েছে, শিক্ষার্থীরা তাঁদের দাবিতে অটল থেকে অবরোধ কর্মসূচি চালিয়ে যান। শিক্ষার্থীরা বলেন, ‘আমরা মানসম্পন্ন শিক্ষা ও কর্মসংস্থান চাই। বর্তমান কোটা পদ্ধতি আমাদের অধিকার থেকে বঞ্চিত করছে।’
অবরোধের সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং তাঁদের দাবি আদায়ে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান। এই কর্মসূচির মাধ্যমে তাঁরা সরকারের কাছে তাঁদের দাবি তুলে ধরেন এবং দ্রুত কোটা পদ্ধতি সংস্কারের দাবি জানান।
https://slotbet.online/