কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জড়ো হয়েছেন এবং সেখানে বিক্ষোভ প্রদর্শন করছেন।
বেলা দুইটার পর থেকেই আন্দোলনরত শিক্ষার্থীরা শহীদ মিনার এলাকায় আসতে শুরু করেন। পুরো শহীদ মিনার এলাকায় তাঁরা লাঠিসোঁটা নিয়ে অবস্থান করছেন।
বিকেল পৌনে পাঁচটার দিকে শহীদ মিনারে গিয়ে দেখা যায়, শহীদ মিনারের পাদদেশে একদল শিক্ষার্থী কোটা সংস্কারের দাবি এবং সাম্প্রতিক হামলার প্রতিবাদে স্লোগান দিচ্ছেন। তাঁদের স্লোগানের মধ্যে ছিল, ‘কোটা নয় মেধা, মেধা মেধা’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘টোকাই ধর, লড়াই করো’ ইত্যাদি।
শিক্ষার্থীরা বলছেন, তাঁদের ওপর যেকোনো সময় ছাত্রলীগ ও বহিরাগতরা হামলা করতে পারে। এমন পরিস্থিতিতে তাঁরা আত্মরক্ষার্থে সঙ্গে লাঠি রাখছেন।
এদিকে শহীদ মিনার থেকে একটু দূরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রলীগের নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন। তাঁরাও সঙ্গে লাঠিসোঁটা, রড, হকিস্টিক রেখেছেন।
অতীতের হামলা ও সহিংসতার প্রেক্ষাপটে আন্দোলনকারীরা তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এতে আন্দোলনের পরিবেশ আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।