• বুধবার, ২১ মে ২০২৫, ০২:২৪ অপরাহ্ন

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা নিয়ে পুনর্বিবেচনার দাবি, শিক্ষার্থীদের আন্দোলন চলছে

ডেস্ক রিপোর্ট / ৩৫ Time View
Update : রবিবার, ৭ জুলাই, ২০২৪

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালের দাবিতে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা আন্দোলন অব্যাহত রেখেছেন। ২০১৮ সালে নবম থেকে ১৩তম গ্রেডের সরকারি চাকরিতে কোটা বাতিল করে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালসহ বেশ কয়েকটি দাবিতে তাঁরা মাঠে নেমেছেন।

স্বাধীনতার পর থেকেই সরকারি চাকরিতে কোটাব্যবস্থা চালু ছিল। ১৯৭২ সালে কোটাব্যবস্থা শুরু হয়, যেখানে ৮০ শতাংশ পদ কোটা ভিত্তিতে এবং ২০ শতাংশ পদ মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হতো। ১৯৭৬ সালে মেধার ভিত্তিতে নিয়োগ ৪০ শতাংশে বাড়ানো হয়, এবং ১৯৮৫ সালে এটি ৪৫ শতাংশে উন্নীত করা হয়। এই পরিবর্তনের ফলে ৫৫ শতাংশ পদ অগ্রাধিকার কোটায় নির্ধারণ করা হয়।

অগ্রাধিকার কোটার মধ্যে অন্তর্ভুক্ত ছিল:

  • ৩০% মুক্তিযোদ্ধা কোটা
  • ১০% নারী কোটা
  • ১০% জেলা কোটা
  • ৫% ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা

পরে, ১ শতাংশ পদ প্রতিবন্ধী প্রার্থীদের জন্য নির্ধারণ করা হয়, ফলে মোট কোটা দাঁড়ায় ৫৬ শতাংশে। কোটার এই ব্যবস্থায় মুক্তিযোদ্ধার সন্তান এবং পরে নাতি-নাতনি কোটা যুক্ত করা হয়। যদিও প্রার্থীদের পর্যাপ্ত সংখ্যা না থাকায় কোটার অনেক পদ শূন্য থাকত, যা পরে মেধাতালিকা থেকে পূরণ করার নিয়ম চালু করা হয়।

২০১৮ সালে কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ আন্দোলনে নামে। তাঁরা ১০ শতাংশ কোটার দাবি জানান। আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার ওই বছর নবম থেকে ১৩তম গ্রেডের (প্রথম ও দ্বিতীয় শ্রেণি) সরকারি চাকরিতে কোটা বাতিলের সিদ্ধান্ত নেয়। তবে তৃতীয় ও চতুর্থ শ্রেণির চাকরিতে কোটা ব্যবস্থা বহাল রাখা হয়, যেখানে পোষ্য, আনসার-ভিডিপি ইত্যাদির জন্য কিছু কোটা অন্তর্ভুক্ত ছিল।

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা আবারও আলোচনায় আসে উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে। গত ৫ জুন হাইকোর্ট নবম থেকে ১৩তম গ্রেডের সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্রকে অবৈধ ঘোষণা করে। রাষ্ট্রপক্ষ এই রায়ের স্থগিতাদেশ চেয়ে আবেদন করলেও, ৯ জুন চেম্বার আদালত আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে ৪ জুলাই শুনানির জন্য নির্ধারণ করেন।

শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা ২০১৮ সালে বাতিল করা কোটাব্যবস্থা পুনর্বহালের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন। তাঁরা চান, কোটাব্যবস্থা পুনরায় চালু হোক এবং সরকারের জারি করা পরিপত্র পুনর্বহাল করা হোক। আন্দোলনকারী শিক্ষার্থীদের মতে, কোটা বাতিলের ফলে দেশের অনেক প্রান্তিক জনগোষ্ঠী চাকরির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।


আপডেটের জন্য প্রাইম ভিশন ২৪ অ্যাপস: প্রাইম ভিশন ২৪-এর সবার আগে খবর পেতে এবং সর্বশেষ আপডেট জানতে আমাদের মোবাইল অ্যাপস ডাউনলোড করুন। আমাদের অ্যাপের মাধ্যমে পাবেন প্রতিদিনের সর্বশেষ খবর এবং বিশেষ প্রতিবেদন।

  • অ্যাপ ডাউনলোডের লিংক: Android | iOS

বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন প্রাইম ভিশন ২৪-এ।


More News Of This Category
https://slotbet.online/