টিকটক ও ইউটিউবে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ইসমাইল হোসেনকে নারী নির্যাতন ও ধর্ষণের অভিযোগে আটক করেছে পুলিশ। হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহাবুবুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
ইসমাইল হোসেন (৩৫), হালুয়াঘাটের কালিয়ানিকান্দা গ্রামের বাসিন্দা, সম্প্রতি টিকটক ও শর্ট ভিডিও করে ইউটিউবে জনপ্রিয় হয়ে ওঠেন। অভিযোগ উঠেছে যে, ইসমাইল পাশের গ্রামের এক কিশোরীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও নির্যাতন করে আসছিলেন। মঙ্গলবার সকালে পুলিশের উপপরিদর্শক সাইদুজ্জামানের নেতৃত্বে পশ্চিম কায়লানীকান্দা এলাকায় অভিযান চালিয়ে ইসমাইলকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, প্রায় পাঁচ থেকে ছয় মাস ধরে ইসমাইল কিশোরীকে ধর্ষণ করে আসছিলেন। সবশেষ গত ৬ জুলাই রাতে নিজ বসতঘরে ওই কিশোরীকে ধর্ষণ করেন ইসমাইল। কিশোরী বিয়ের কথা বললে ইসমাইল তাকে হত্যার হুমকি দেন। এ ঘটনায় হালুয়াঘাট থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
কিশোরীর মা সাংবাদিকদের জানান, জীবিকার তাগিদে প্রতিবেশীর বাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন তারা। এই সুযোগে বিয়ের প্রলোভন দেখিয়ে তার মেয়েকে ধর্ষণ করেন ইসমাইল। তারা উপযুক্ত বিচার চান।
তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাইদুজ্জামান জানান, ইসমাইলকে আটক করে থানায় আনা হয়েছে। ইসমাইল দাবি করেছেন যে, কিশোরী তার দ্বিতীয় স্ত্রী, কিন্তু তিনি এর উপযুক্ত প্রমাণ দেখাতে পারেননি। মামলা প্রক্রিয়াধীন।
হালুয়াঘাট থানার ওসি মোহাম্মদ মাহাবুবুল হক বলেন, "অভিযোগের পরিপ্রেক্ষিতে এক যুবককে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।"