প্রিন্ট এর তারিখঃ মে ২৪, ২০২৫, ১:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১২, ২০২৪, ১:৩৯ পি.এম
হিজলা থানায় পুলিশের সাথে সেনাবাহিনীর মতবিনিময় সভা
বরিশালের হিজলা থানায় পুলিশ এবং সেনাবাহিনীর মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ২ টায় হিজলা থানায় এ সভার আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন মেজর জেনারেল আবদুল কাইয়ুম, আর সি ডি এস, এন ডিসি, পিস, জিওসি লেবুখালী, বিগ্রেডিয়ার জেনারেল আমিরুল আজিম, বরিশাল ডিআইজি বিপিএম (বার) পিপিএম মোঃ ইলিয়াস শরীফ, হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গির হোসেন এবং হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবাইরসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ।
সভায় মেজর জেনারেল আবদুল কাইয়ুম উপস্থিত পুলিশ সদস্যদের বক্তব্য শুনেন। পুলিশ সদস্যরা তাদের ১১ দফা দাবির বিষয় তুলে ধরেন। মেজর জেনারেল আবদুল কাইয়ুম এ সময় বলেন যে দেশের পুলিশ বাহিনীর গুরুত্ব অপরিসীম এবং এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় তাদের কঠোর ভূমিকা পালন করা প্রয়োজন। তিনি জানান, দাবিগুলোর বিষয়টি আলোচনা করে যথাযথ সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।