• বুধবার, ২১ মে ২০২৫, ০১:০১ অপরাহ্ন

ফতুল্লায় রিয়াদ মোঃ চৌধুরীর নেতৃত্বে আনন্দ মিছিল

Reporter Name / ৪১ Time View
Update : বুধবার, ৭ আগস্ট, ২০২৪

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোঃ চৌধুরীর নেতৃত্বে একটি আনন্দ মিছিল ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় ফতুল্লা থানার বিভিন্ন এলাকায় পথসভা শেষে শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

শেখ হাসিনা সরকারের পতনের পর, ফতুল্লা ডিআইটি মাঠ থেকে রিয়াদ মোঃ চৌধুরীর নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী নিয়ে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি ফতুল্লা ডিআইটি মাঠ থেকে শুরু হয়ে আলীগঞ্জ হয়ে সদর উপজেলা ঘুরে ডিআইটি মাঠে এসে শেষ হয়।

ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোঃ চৌধুরী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “সবাই শান্ত থাকুন। কেউ কোনো সংঘাতে জড়াবেন না। সংখ্যালঘু যারা আছেন তাদের নিরাপদ রাখার দায়িত্ব আপনাদের।”

মিছিলে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা যুবদলের আহবায়ক আব্দুল খালেক টিপু, ফতুল্লা থানা শ্রমিক দলের আহবায়ক শাহলম পাটোয়ারী, ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, ফতুল্লা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোঃ মিঠু খান, সুমন আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদ মাসুম, সৈকত রাজ, আকতার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শাকিল, দপ্তর সম্পাদক রতন সরকার, ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি আসাদুজ্জামান রিপন, সাধারণ সম্পাদক মোঃ মামুন, ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোজাম্মেল মিয়া রাজা, মুমিন, ৫নং ওয়ার্ড যুবদল নেতা সাদ্দাম, রাকিব, আল-আমিন ও সাগর প্রমুখ।

এর আগে সোমবার, শেখ হাসিনা সরকারের পতনের খবরে নারায়ণগঞ্জসহ ফতুল্লার রাস্তায় নেমে আসে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শিক্ষার্থীরাও রাস্তায় নেমে আনন্দ উল্লাস করে। এ সময় ছাত্র-জনতার মিছিলে প্রকম্পিত হয়ে পড়ে চারদিক। রাস্তার মোড়ে মোড়ে পটকা ফুটিয়ে আনন্দ উল্লাস করতে দেখা যায় স্থানীয়দের। আনন্দ উৎসবে অংশ নেওয়া ছাত্র-জনতা জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিল করেন।


More News Of This Category
https://slotbet.online/