• বুধবার, ২১ মে ২০২৫, ১০:০৬ পূর্বাহ্ন

ইজিবাইকের চালকের আসনে লুকানো পাঁচ কোটি টাকার আইস উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি / ৩৮ Time View
Update : শনিবার, ১০ আগস্ট, ২০২৪

কক্সবাজারের রামু এলাকা থেকে একটি ইজিবাইকের চালকের আসনের নিচে লুকিয়ে রাখা এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে বিজিবি। এই ঘটনায় মো. রবিউল হাসান (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। রবিউল কক্সবাজারের উখিয়ার মরিচ্যার আবুল কালামের ছেলে এবং ইজিবাইকের চালক হিসেবে পরিচিত।

শুক্রবার রাত ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক সড়কের মরিচ্যা যৌথ তল্লাশিচৌকি এলাকায় এই তল্লাশি পরিচালিত হয়। এ সময় ইজিবাইকের চালকের আসনের নিচ থেকে অভিনব কায়দায় লুকানো এক কেজি আইস উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য পাঁচ কোটি টাকা।

রামু ৩০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ জানিয়ে দেন যে, আটক যুবককে আইসসহ রামু থানার পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


More News Of This Category
https://slotbet.online/