প্রিন্ট এর তারিখঃ মে ২২, ২০২৫, ৫:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১০, ২০২৪, ৩:৫১ পি.এম
“ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করেছেন”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামাল পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রে তিনি 'ব্যক্তিগত কারণ' উল্লেখ করেছেন। ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক মাকসুদ কামাল গত বছরের ১৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান এবং ৪ নভেম্বর তার দায়িত্ব গ্রহণ করেন।
আজ শনিবার বিকেলে মাকসুদ কামাল তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন সরকার গঠনের অপেক্ষা করেছিলেন এবং সরকার গঠনের পর একজন উপদেষ্টার সঙ্গে পরামর্শ করেছেন। এরপর তিনি আজ শিক্ষা মন্ত্রণালয়ে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন।
Copyright © 2025 Prime Vision 24. All rights reserved.