• বুধবার, ২১ মে ২০২৫, ০১:১৮ অপরাহ্ন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলীর অবসরের আবেদন: কর্মকর্তাদের আন্দোলনের প্রেক্ষাপটে

নারায়নগঞ্জ প্রতিনিধি / ৪৪ Time View
Update : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আশিকুর রহমান কর্তৃক অবসরে যাওয়ার আবেদন জমা দেওয়া হয়েছে। এই আবেদনটি আজ মঙ্গলবার দুপুরে সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের কাছে করা হয়েছে। তবে, মেয়র বর্তমানে দেশের বাইরে থাকায়, বিষয়টি মন্ত্রণালয়ের কাছে চিঠির মাধ্যমে জানানো হয়েছে বলে জানিয়েছেন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।

গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। পরদিন ৬ আগস্ট থেকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরা আশিকুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, অদক্ষতা ও অসহযোগিতার অভিযোগ তুলে আন্দোলন শুরু করেন। টানা ছয় দিন ধরে চলা এই আন্দোলনের প্রেক্ষিতে আজ অবসরে যাওয়ার আবেদন করেন তিনি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, “আশিকুর রহমান স্বেচ্ছায় অবসরে যাওয়ার জন্য আবেদন করেছেন। বিষয়টি অত্যন্ত জরুরি হওয়ায়, মেয়র দেশের বাইরে থাকায় আজই মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।”

আজ সকালে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনের প্রধান কার্যালয়ের দোতলায় প্রধান নির্বাহী কর্মকর্তার দপ্তরের সামনে কয়েকশ কর্মকর্তা ও কর্মচারী বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। তারা প্রধান নির্বাহী কর্মকর্তাকে একটি লিখিত চিঠি প্রদান করে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীর অপসারণ দাবি করেন এবং ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা গ্রহণের সময়সীমা নির্ধারণ করেন। এর কিছুক্ষণ পরেই জানা যায়, আশিকুর রহমান অবসর গ্রহণের জন্য আবেদন করেছেন।


More News Of This Category
https://slotbet.online/