• বুধবার, ২১ মে ২০২৫, ০৩:৩৭ অপরাহ্ন

“দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম ব্যাংকের প্রথম নারী সিইও হিসাবে নিয়োগ পেলেন তান সু শান”

Reporter Name / ৩৯ Time View
Update : শনিবার, ১০ আগস্ট, ২০২৪

দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম ব্যাংক ডিবিএস গ্রুপের নতুন সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন তান সু শান, যিনি ব্যাংকটির ইতিহাসে প্রথম নারী প্রধান নির্বাহী। ডিবিএস গ্রুপ গত বুধবার এ ঘোষণা দেয়।

বর্তমান সিইও পিয়ুস গুপ্ত আগামী বছরের মার্চে পদত্যাগ করবেন এবং তাঁর স্থলাভিষিক্ত হবেন তান সু। পিয়ুস গুপ্ত ১৪ বছর ধরে ডিবিএস গ্রুপের নেতৃত্ব দিয়েছেন। তান সু আগামী বছরের সাধারণ সভার পর সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন এবং সে পর্যন্ত তিনি ডেপুটি সিইও হিসেবে কর্মরত থাকবেন।

ডিবিএসের ইনভেস্টমেন্ট ব্যাংকিং গ্রুপের হেড অব রিসার্চ ফর সিঙ্গাপুর অ্যান্ড রিজিওনাল হেড অব ফিন্যান্সিয়ালস, থিলান বিক্রমাসিংহে জানিয়েছেন, তান সু ব্যাংকের অভ্যন্তরীণ সদস্য এবং তিনি প্রথম তিন বছরে সম্পদ ব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক ব্যাংকিং বিভাগ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই খাত থেকে ব্যাংকের আয় প্রায় ৯০ শতাংশ।

ডিবিএসের চেয়ারম্যান পিটার সিহ বলেন, তান সু ব্যাংকের প্রথম অভ্যন্তরীণ কর্মী যিনি সিইও হিসেবে পদে আসছেন।

সিঙ্গাপুরের নাগরিক তান সু শান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট এবং কনজ্যুমার ব্যাংকিং, ওয়েলথ ম্যানেজমেন্ট এবং ইনস্টিটিউশনাল ব্যাংকিংয়ে তার ৩৫ বছরের অভিজ্ঞতা রয়েছে। তিনি তার কর্মজীবন শুরু করেন আইএনজি বেয়ারিং সিকিউরিটিজে, ১৯৯৭ সালে নির্বাহী পরিচালক হিসেবে মরগান স্ট্যানলিতে যোগদান করেন এবং পরবর্তীতে সিটি গ্রুপে যোগ দেন। ব্রুনেই, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের আঞ্চলিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করার পর ২০০৮ সালে দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রাইভেট ওয়েলথ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান হিসাবে মরগান স্ট্যানলিতে ফিরে আসেন।


More News Of This Category
https://slotbet.online/