নারায়ণগঞ্জ নগরের চাষাঢ়া এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে শুরু হওয়া এই সংঘর্ষে চাষাঢ়া মোড় থেকে নারায়ণগঞ্জ প্রেসক্লাব পর্যন্ত পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট এবং ইটপাটকেলের আঘাতে অন্তত ২০ জন আহত হয়েছেন। বেলা তিনটা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলতে থাকে।
প্রত্যক্ষদর্শীদের মতে, বেলা ১১টার দিকে নগরের চাষাঢ়া এলাকায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করেন। দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে, আর শিক্ষার্থীরাও পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং দোকানপাট বন্ধ হয়ে যায়।
এ পর্যন্ত সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ার বিষয়টি তিনি স্বীকার করেন।
বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও প্রশাসন কাজ করে যাচ্ছে। তবে সংঘর্ষের কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং চাষাঢ়া এলাকার সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।