নারায়ণগঞ্জ, ২৬ জুন ২০২৪ (প্রাইম ভিশন ২৪): নারায়ণগঞ্জের ফতুল্লার বুড়িগঙ্গা নদীতে একটি তেলবাহী ট্রলারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দুপুর দেড়টায় মেঘনা ডিপোর জেটি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তেলভর্তি ড্রামগুলো বিস্ফোরিত হয়ে ব্যাপক আগুন ছড়িয়ে পড়ে, এতে নদীর আশেপাশের এলাকাবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
ফায়ার সার্ভিস এবং উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ঘটনার সময় ট্রলারের ভেতরে চারজন শ্রমিক ছিলেন, তাদের মধ্যে একজন পাড়ে উঠতে সক্ষম হলেও বাকি তিনজন এখনও নিখোঁজ রয়েছে।
মেঘনা ডিপোর ডিএস জিয়াউর রহমান জানান, ট্রলারটি পেট্রোল এবং ডিজেলের ড্রাম বহন করছিল, যা ভোলার মনপুরায় নিয়ে যাওয়া হচ্ছিল। দুপুরের খাবারের সময় রান্নার স্থানে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে এবং এতে তেলভর্তি ড্রামগুলো বিকট শব্দে বিস্ফোরিত হয়। ট্রলারটিতে ৮৬টি পেট্রোল এবং ৭০টি ডিজেল ড্রাম ছিল, যেগুলো অগ্নিকাণ্ডের কারণে ক্ষতিগ্রস্ত হয়।
নিখোঁজ শ্রমিকদের সন্ধান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আজম মিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল ইসলাম, এবং নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী ঘটনাস্থলে উপস্থিত হন।
ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফখরুদ্দিন নিশ্চিত করেন, ঘটনাস্থলে তাদের একটি দল দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আহত একজন শ্রমিককে হাসপাতালে নেওয়া হয়েছে, তবে বাকি তিনজনের অবস্থা সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তেলের ড্রামগুলো বিস্ফোরিত হওয়ার বিকট শব্দে আশেপাশের মসজিদ, বাসাবাড়ি, এবং সংলগ্ন থানা কেঁপে ওঠে। মানুষ ভয়ে এলাকা থেকে ছুটে পালাতে শুরু করে। আগুন এবং বিস্ফোরণের কারণে এলাকার পরিবেশ ভয়াবহ এবং উদ্বেগজনক হয়ে উঠেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল ইসলাম জানান, “ডিপোর সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে জানা গেছে, ট্রলারে চারজন শ্রমিক রান্না করছিল, তখনই এ দুর্ঘটনা ঘটে। একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে, বাকিদের সন্ধানে আমাদের তৎপরতা অব্যাহত আছে।”
ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা এখনও নিখোঁজ শ্রমিকদের সন্ধান এবং বাকি ড্রামগুলো থেকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
https://slotbet.online/