বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট গবেষক আহসান এইচ মনসুর। বর্তমান পরিস্থিতিতে দেশের মূল্যস্ফীতি ১২ শতাংশের কাছাকাছি পৌঁছেছে, এবং খাদ্যের মূল্যস্ফীতি আরো উচ্চ—১৪ দশমিক ১০ শতাংশ। এই পরিস্থিতি ১৩ বছর ৪ মাসের মধ্যে সর্বোচ্চ। নতুন গভর্নরের দায়িত্ব গ্রহণের প্রজ্ঞাপন আজ রাত ১০টা ৪০ মিনিটে জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন জারি হওয়ার পর আহসান এইচ মনসুর তার প্রতিক্রিয়ায় বলেছেন, “সরকারকে ধন্যবাদ। নতুন দায়িত্ব নিয়ে আমি কিছুটা চ্যালেঞ্জ অনুভব করছি। তবে সবাইকে নিয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করার চেষ্টা করব।”
বাংলাদেশ ব্যাংকের অন্যতম প্রধান দায়িত্ব হলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। এই কাজে বাংলাদেশ ব্যাংককে অতীতে তেমন মনোযোগী হতে দেখা যায়নি। বর্তমান গভর্নর আবদুর রউফ তালুকদার সরকারের পতনের পাঁচ দিন পর পদত্যাগ করেন। তিনি ২০২২ সালের ১২ জুলাই নিয়োগ পেয়েছিলেন এবং দুই বছরের বেশি সময় দায়িত্বে থাকার পর ব্যাংক খাতে দুর্নীতি, অনিয়ম, খেলাপি ঋণ, অর্থ পাচার ও ডলার সংকটের সমস্যায় ব্যর্থতার কারণে সমালোচিত হন।
গভর্নর পদে সর্বোচ্চ বয়সসীমা ৬৭ বছর নির্ধারিত থাকলেও, আহসান এইচ মনসুর বর্তমানে ৭২ বছর ৮ মাস বয়সী। তাই তার নিয়োগের জন্য সরকারকে বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধন করতে হয়েছে, যাতে গভর্নর পদে বয়সসীমা তুলে দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ রাতেই প্রজ্ঞাপন জারি করেছে, যা অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ অনুমোদন দিয়েছে।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আবদুর রহমান খান জানিয়েছেন, “বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধনের পর নতুন গভর্নরের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।”
বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগের ক্ষেত্রে দক্ষতা ও অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হয়, রাজনৈতিক পরিচয়কে নয়। সাবেক প্রধান অর্থনীতিবিদ মোস্তফা কে মুজেরী নতুন গভর্নরের নিয়োগকে স্বাগত জানিয়েছেন এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আহসান এইচ মনসুরের সক্ষমতার ওপর আস্থা প্রকাশ করেছেন।
স্বাধীনতার পর থেকে বাংলাদেশ ব্যাংকে মোট ১২ জন গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে, যাদের বেশিরভাগই আমলা। প্রথম গভর্নর ছিলেন আ ন ম হামিদুল্লাহ, দ্বিতীয় গভর্নর এ কে নাজিরউদ্দীন আহমেদ, এবং তৃতীয় গভর্নর এম নূরুল ইসলাম ছিলেন সিএসপি কর্মকর্তা। অন্যান্য গভর্নরদের মধ্যে কিছু ব্যাংকার ও অর্থনীতিবিদও ছিলেন, যেমন দশম গভর্নর আতিউর রহমান এবং একাদশ গভর্নর ফজলে কবির।