বান্দরবান জেলার সব থানার কার্যক্রম আজ সোমবার থেকে পুনরায় শুরু হয়েছে। গত এক সপ্তাহ ধরে বন্ধ থাকা থানাগুলোর কর্মকাণ্ড পুনরায় সচল হওয়ার খবর এসেছে। পুলিশ সদস্যরা কর্মবিরতি শেষে কাজে যোগ দেওয়ায় এই পরিস্থিতি পরিবর্তন হয়েছে।
সকালের মধ্যে থানাগুলো, ফাঁড়ি এবং পুলিশ লাইনসে কনস্টেবল থেকে পরিদর্শক পর্যন্ত সকল পুলিশ সদস্যরা ফিরতে শুরু করেন। ট্রাফিক পুলিশের সদস্যরা ফিরে আসার পর, সড়কদুর্ঘটনা নিয়ন্ত্রণের জন্য দায়িত্বরত শিক্ষার্থী ও আনসার সদস্যরা তাদের অবস্থান ত্যাগ করেছেন।
৫ আগস্ট থেকে বন্ধ থাকা বান্দরবান সদর থানার সামনে আজ সকাল থেকেই মানুষের ভিড় লক্ষ্য করা যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, সকল পুলিশ সদস্য কর্মস্থলে ফিরেছেন। আজ প্রথম দিনেই তিনটি সাধারণ ডায়েরি নথিভুক্ত করা হয়েছে, কিন্তু কোনো মামলা দায়ের হয়নি।
রুমা ও লামা থানার ওসি জানিয়েছেন, দুই থানার পুলিশ সদস্যরাও কর্মস্থলে যোগ দিয়েছেন এবং সবকিছু আগের মতোই স্বাভাবিকভাবে চলাচ্ছে।
জেলা পুলিশ সুপার সৈকত শাহীন জানিয়েছেন, জেলার পুলিশ কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। কিছু পুলিশ সদস্য এখনও ছুটিতে আছেন, তবে তাঁরা ১৫ আগস্টের মধ্যে পুনরায় যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।