লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ স্বৈরাচার ও সন্ত্রাসী দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধের দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে রাজধানীর মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
কর্নেল অলি বলেন, "স্বৈরাচারের পতনের পর জাতি-ধর্ম-বর্ণ-রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। উপযুক্ত পরিবেশ সৃষ্টি হলেই গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করতে হবে।"
তিনি ছয় মাসের মধ্যে জাতীয় নির্বাচন দেয়ার দাবি জানিয়ে বলেন, "ছাত্র আন্দোলনে আহতদের পরিবারের ক্ষতিপূরণ, পূর্নবাসন ও সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। ২০০৯ সাল থেকে দায়ের করা গায়েবি মামলা তুলে নিতে হবে।"
কর্নেল অলি আহমদ আরও বলেন, "যারা গ্রেফতার ও বন্দি করে নির্যাতন করা হয়েছে তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে।" তিনি শান্তিতে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ নতুন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের শুভেচ্ছা জানান।
এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এলডিপির অন্যান্য শীর্ষ নেতারা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি।