চাঁদপুরের মেঘনা নদীর মোহনায় প্রবল ঘূর্ণি স্রোতে নৌকা ডুবে গিয়ে দুই নারী নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার রাত আটটার দিকে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় নৌকার মাঝিসহ চারজনকে উদ্ধার করতে সক্ষম হন পাশের নৌকার লোকজন।
নিখোঁজ হওয়া দুই নারীর নাম ফাহিমা আক্তার (৩০) এবং উম্মে হানি (২৫)। তাদের বাড়ি জেলার মতলব দক্ষিণ উপজেলার চর মুকুন্দি এলাকায়।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, একটি ইঞ্জিনচালিত নৌকায় চালকসহ ছয়জন নদীতে ঘুরতে বের হয়েছিলেন। মেঘনা নদীর মোহনায় প্রবল স্রোতের কারণে নৌকাটি মুহূর্তের মধ্যে ডুবে যায়। এ সময় পাশের একটি ট্রলারে থাকা লোকজন তিনজনকে উদ্ধার করে। নৌকার মাঝি সাঁতরে তীরে ফিরে আসেন। তবে দুজন এখনো নিখোঁজ।
ফাহিমা আক্তারের স্বামী নাইম খান জানান, এক মাস আগে তাদের বিয়ে হয়েছে। সন্ধ্যার পরে স্ত্রী ও বন্ধুদের নিয়ে তিনি চাঁদপুর শহরের বড় স্টেশন ঘাট এলাকা থেকে নৌকায় চড়ে নদীতে ঘুরতে যান। ভয়ংকর মেঘনা মোহনায় পৌঁছানোর সাথে সাথে প্রবল ঘূর্ণি স্রোতে নৌকাটি ডুবে যায়। পাশ দিয়ে যাওয়া একটি ট্রলার তিনজনকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
চাঁদপুর নৌ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. মোসলেম মিয়াজী জানান, উদ্ধার অভিযানে যাওয়ার পর দেখা গেছে স্রোতের কারণে স্পিডবোটও ডুবে যাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাই রাতে অভিযান চালানো সম্ভব হয়নি। উদ্ধার অভিযান আগামীকাল সকালে আবার শুরু হবে।