নিউজ ডেস্ক: সৌদি আরবে এবারের পবিত্র হজ পালনকালে ১ হাজার ৩০১ জন হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই হজ মৌসুমে মারা যাওয়া অধিকাংশ হজযাত্রীই ছিলেন অনিবন্ধিত। এ তথ্য নিশ্চিত করেছেন সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল-জালাজেল।
তীব্র তাপপ্রবাহে হজ পালন: চরম দুর্ভোগ
সৌদি আরবে এবারের হজ মৌসুমে তীব্র তাপপ্রবাহ বিরাজ করেছে। দেশটির জাতীয় আবহাওয়া দপ্তরের মতে, হজের সময় মক্কার মসজিদুল হারামে তাপমাত্রা ৫১.৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল। চরম উষ্ণ আবহাওয়া ও প্রচণ্ড গরমের কারণে অনেক হজযাত্রী অসুস্থ হয়ে পড়েন, যা অনেকের মৃত্যুর কারণ হয়।
অনিবন্ধিত হজযাত্রীরা বিপদে
স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল-জালাজেল জানিয়েছেন, মারা যাওয়া ৮৩ শতাংশ হজযাত্রীই ছিলেন অনিবন্ধিত। অনিবন্ধিত হওয়ায় তাদের পর্যাপ্ত আশ্রয় বা আরামদায়ক পরিবেশ ছাড়াই তীব্র রোদের মধ্যে দীর্ঘ পথ হাঁটতে হয়েছে। এর ফলে তাদের মধ্যে তাপজনিত অসুস্থতা এবং মৃত্যুর ঝুঁকি বেড়ে গিয়েছিল।
বয়স্ক ও অসুস্থ হজযাত্রীদের মৃত্যু
মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে অনেকেই ছিলেন বয়স্ক এবং দীর্ঘদিন ধরে অসুস্থ। তাদের অধিকাংশই অতিরিক্ত গরম ও শারীরিক দুর্বলতার কারণে মৃত্যুবরণ করেন। ফাহাদ আল-জালাজেল জানান, “আল্লাহ নিশ্চয়ই তাঁদের ক্ষমা করবেন। তাঁদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা।”
মৃতদের শনাক্তকরণ ও দাফন
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, অনিবন্ধিত হওয়ায় হজযাত্রীদের সম্পর্কে প্রয়োজনীয় তথ্যের অভাব ছিল। এরপরও স্বাস্থ্য মন্ত্রণালয় মৃত্যুর সব রিপোর্ট সমন্বয় করেছে এবং মারা যাওয়া সবাইকে শনাক্ত করে তাদের পরিবারকে তথ্য জানানো হয়েছে। সকলের মর্যাদাপূর্ণ দাফন নিশ্চিত করা হয়েছে এবং দেওয়া হয়েছে মৃত্যুসনদ।
হজ মৌসুমের সার্বিক চিত্র
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, এবারের হজ মৌসুমে কোনো মহামারি বা বড় ধরনের রোগবালাই ছড়ায়নি। স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল-জালাজেল হজ মৌসুমকে ‘সফল’ হিসেবে উল্লেখ করেছেন, যদিও তীব্র তাপপ্রবাহ এবং অসুস্থতা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল।
বিশ্বব্যাপী সমবেদনা ও প্রতিক্রিয়া
সৌদি আরবের এই ঘটনাটি বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায়ের মধ্যে গভীর সমবেদনার সৃষ্টি করেছে। নিহতদের পরিবার এবং প্রিয়জনদের প্রতি সহমর্মিতা জানিয়ে মুসলিম নেতারা আল্লাহর কাছে তাদের আত্মার শান্তি কামনা করেছেন।
**সূত্র:** এএফপি, আল-জাজিরা, আরব নিউজ
https://slotbet.online/