• বুধবার, ২১ মে ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন

ডেমরায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

নারায়নগঞ্জ প্রতিনিধি / ৩৫ Time View
Update : শনিবার, ১০ আগস্ট, ২০২৪

রাজধানীর ডেমরা এলাকায় স্থানীয় যুবদল নেতা সাইদ আহমেদকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সাইদ আহমেদের মৃত্যু হয়।

ময়নাতদন্তের জন্য সাইদ আহমেদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

নিহত সাইদ আহমেদ ৬৭ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ছিলেন।

সাইদ আহমেদের মামা আপেল মাহমুদের ভাষ্য অনুযায়ী, যুবদলের একটি কর্মসূচি শেষ করে সাইদ গতকাল সন্ধ্যায় ডেমরার ওরিয়েন্টাল স্কুল মোড়ের কাছে তাঁর বাসায় ফিরছিলেন। পথে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের সদস্য আনোয়ার, আকবর, রনি, সালামসহ ২০-২৫ জন দুর্বৃত্ত সাইদের ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে আহত করে ফেলে যায়।

আপেল মাহমুদ জানান, খবর পেয়ে রাতের মধ্যেই সাইদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর সাইদ এলাকায় আনন্দ মিছিল বের করেছিলেন বলেও জানান আপেল।

যুবদল নেতা সাইদ আহমেদ পেশায় ব্যবসায়ী এবং ডেমরার বাহির টেংরা এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর বাবার নাম সেকেন্দার।


More News Of This Category
https://slotbet.online/