• শনিবার, ২৪ মে ২০২৫, ০৪:৫০ পূর্বাহ্ন

আবু সাঈদের পরিবারের সাথে দেখা করতে রংপুরে যাচ্ছেন ড. ইউনূস

রংপুর প্রতিনিধি / ৩৬ Time View
Update : শনিবার, ১০ আগস্ট, ২০২৪

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের পরিবারের সাথে সাক্ষাৎ করতে আগামীকাল শনিবার রংপুরে যাওয়ার পরিকল্পনা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তাঁর সফরের সাথে উপদেষ্টা পরিষদের দুইজন ছাত্র প্রতিনিধিও থাকবেন।

আজ শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের প্রথম অনানুষ্ঠানিক বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন পরিষদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মনে রাখা প্রয়োজন, গত ১৬ জুলাই রংপুরে কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হন। ওই ঘটনার ভিডিও প্রকাশিত হওয়ার পর দেশের বিভিন্ন স্থানে আন্দোলন তীব্রতর হয়। কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনে নামলে শেখ হাসিনা গত সোমবার পদত্যাগ করে দেশ ছাড়েন।

এরপর, বৃহস্পতিবার রাতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। প্রধান উপদেষ্টা এবং ১৩ জন (তিনজন ঢাকার বাইরে থাকায় আজ শপথ নিতে পারেননি) উপদেষ্টা রাত ৯টার পর বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের উপস্থিতিতে শপথ গ্রহণ করেন।


More News Of This Category
https://slotbet.online/