• বুধবার, ২১ মে ২০২৫, ০৬:২৩ অপরাহ্ন

কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল

Reporter Name / ৪১ Time View
Update : বুধবার, ৭ আগস্ট, ২০২৪

নিজস্ব সংবাদদাতা: সারাদেশে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে ফতুল্লার খাঁনকা শরীফ জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) জোহরের নামাজ শেষে লালখাঁর খাঁনকা শরীফ জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মিলাদ মাহফিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ রতন হোসেন বলেন, “দীর্ঘ ১৬ বছর পর আমাদের দেশ জুলুমের হাত থেকে স্বাধীন হয়েছে। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। যারা এই জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করে শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করেই এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।”

দোয়া ও মিলাদ মাহফিলের শুরুতেই দেশের সকল প্রকার জুলুম থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় এবং মুক্তির আন্দোলনে যারা প্রাণ বিসর্জন দিয়েছেন তাদের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মিলাদ মাহফিল শেষে খাঁনকা শরীফ জামে মসজিদে আগত বহুসংখ্যক মুসল্লী, মাদ্রাসার এতিম ও অসহায় ছাত্রদের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য হান্নানুর রফিক রঞ্জু, মোঃ ইউছুফ আলী সরকার, মোঃ আলীম খান, নূর ইসলাম খান, মোঃ হাসান, মোঃ বশির, মোঃ রাসেল, মোঃ বাবু, মোঃ রাব্বি, অনিক দাস, মোঃ নাজিম উদ্দিন এবং মোঃ আসিফ প্রমুখ।


More News Of This Category
https://slotbet.online/