• বুধবার, ২১ মে ২০২৫, ০৩:০৭ অপরাহ্ন

গোলান মালভূমিতে রকেট হামলার জবাব দিল ইসরায়েল

Reporter Name / ৩৫ Time View
Update : সোমবার, ২৯ জুলাই, ২০২৪

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে যে, তারা গতকাল শনিবার গোলান মালভূমিতে প্রাণঘাতী রকেট হামলার জবাবে লেবাননের হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে একাধিক বিমান হামলা চালিয়েছে। এই হামলায় ১২ জন শিশু-কিশোর নিহত হয়।

ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘গতরাতে, আইএএফ লেবাননের ভেতরে এবং দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে একাধিক হামলা চালিয়েছে, যার মধ্যে অস্ত্রাগার এবং সন্ত্রাসী অবকাঠামো ছিল।’ হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে চাবরিহা, বোর্জ এল চমালি, বেকা, কফারকিলা, রাব এল থালাথিনে, খিয়াম এবং তায়ের হারফা ছিল।

শনিবারের হামলাটি ইসরায়েলের জন্য অক্টোবর ৭ এর পর থেকে সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে উল্লেখ করেছেন ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার এডমিরাল ড্যানিয়েল হাগারি। তিনি আরও জানান, হামলায় ২০ জন আহত হয়েছেন।

ইসরায়েল এই হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করলেও, হিজবুল্লাহ এই হামলার দায় অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনও বলেছেন, ‘প্রতিটি ইঙ্গিতই দেখাচ্ছে যে রকেটটি হিজবুল্লাহ থেকে এসেছে।’

শনিবারের হামলার পর থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান সংঘাত আরও বিস্তৃত আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা সৃষ্টি করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘হিজবুল্লাহকে এর চড়া মূল্য দিতে হবে।’

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বিশ্লেষণে দেখা গেছে যে রকেটটি দক্ষিণ লেবাননের চেবার গ্রামের উত্তরে থেকে ছোড়া হয়েছে। হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফ বলেছেন, হিজবুল্লাহ এই হামলা চালানোর অভিযোগ ‘সম্পূর্ণভাবে অস্বীকার’ করছে।


More News Of This Category
https://slotbet.online/