• বুধবার, ২১ মে ২০২৫, ০১:৫৪ অপরাহ্ন

চট্টগ্রামে সংঘর্ষে নিহত তিনজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর

চট্টগ্রাম প্রতিনিধি / ৩৫ Time View
Update : বুধবার, ১৭ জুলাই, ২০২৪

চট্টগ্রামে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষে নিহত তিনজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে লাশগুলো হস্তান্তর করা হয়।

নিহতরা হলেন মো. ফারুক (৩২), ওয়াসিম আকরাম (২২) ও ফয়সাল আহমেদ (২০)। ফারুক আসবাবশ্রমিক ছিলেন, তাঁর বাড়ি নোয়াখালীতে। ওয়াসিম চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন এবং তাঁর বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলায়। ফয়সাল ওমরগণি এমইএস কলেজের শিক্ষার্থী ছিলেন, তাঁর বাড়ি বরিশালে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, “মর্গ থেকে রাত সাড়ে তিনটার দিকে লাশ তিনটি স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে। পুলিশি পাহারায় লাশ নিয়ে স্বজনরা গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন।”

নিহত তিনজনের পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে ১ লাখ টাকা করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক রাকিব হাসান।

মঙ্গলবার বিকেলে সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ফারুক ও ফয়সালের শরীরে গুলির চিহ্ন ছিল, আর ওয়াসিমের শরীরে জখমের চিহ্ন পাওয়া গেছে।

সংঘর্ষের ঘটনায় আহত অন্তত ৮০ জনকে চিকিৎসার জন্য চমেক হাসপাতালে আনা হয়। বর্তমানে সেখানে ৩০ জনের বেশি আহত ব্যক্তি ভর্তি রয়েছেন, যাদের মধ্যে সাত-আটজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তছলিম উদ্দিন।


More News Of This Category
https://slotbet.online/