• বুধবার, ২১ মে ২০২৫, ০৮:১৩ অপরাহ্ন

আন্দোলনকারীদের মারধরে সহকারী প্রক্টর আহত

ডেস্ক রিপোর্ট / ৪০ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবদুল মুহিত আন্দোলনকারীদের মারধরে আহত হয়েছেন। তাঁকে রিকশায় করে হাসপাতালে নেওয়া হয়েছে। বিকেল পাঁচটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মোহাম্মদ মোর্তজা চিকিৎসাকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

ক্যাম্পাস থেকে বহিরাগতদের সরে যেতে টিএসসি এলাকায় মাইকিং করে প্রক্টরিয়াল বডি কেন্দ্রীয় শহীদ মিনারে যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের সামনে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। শিক্ষার্থীরা তাঁদের লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দেন এবং শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় প্রক্টরিয়াল বডির ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

একপর্যায়ে সহকারী প্রক্টর আবদুল মুহিতের ওপর চড়াও হন আন্দোলনকারীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সহকারী প্রক্টরকে বেধড়ক মারধর করেছেন উত্তেজিত আন্দোলনকারীরা। এতে তিনি আহত হন। পরে তাঁকে রিকশায় করে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ শুরু হওয়ার আগে বহিরাগতদের চলে যেতে টিএসসি এলাকায় প্রক্টরের নেতৃত্বে মাইকিং করা হয়। এ সময় ছাত্রলীগের সমাবেশস্থল থেকে বেশ কিছু লাঠিসোঁটা জব্দ করে প্রক্টরিয়াল বডি।


More News Of This Category
https://slotbet.online/