• বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন

কোটা সংস্কারের দাবিতে সিলেটের শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান

সিলেট প্রতিনিধি / ৪১ Time View
Update : রবিবার, ১৪ জুলাই, ২০২৪

সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবিতে সিলেটের শিক্ষার্থীরা রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান করেছেন। রোববার (১৪ জুলাই) দুপুর ২টায় সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের হাতে এই স্মারকলিপি তুলে দেওয়া হয়।

এর আগে, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে গণপদযাত্রা শুরু করে শিক্ষার্থীরা। পথে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, এম সি কলেজসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে যোগ দেন।

শিক্ষার্থীরা বলেন, সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি চাকরির সব গ্রেডে পিছিয়ে পড়া ও অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ন্যূনতম (সর্বোচ্চ ৫ শতাংশ) কোটা নির্ধারণ করতে হবে। এছাড়া, আন্দোলনের সময় দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার করতে হবে।

গত দুই সপ্তাহ ধরে সরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী এবং চাকরিপ্রার্থীরা কোটা পদ্ধতির বিরুদ্ধে আন্দোলন করছেন। গত ৭ জুলাই থেকে ‘বাংলা ব্লকেড’ নামে অবরোধ কর্মসূচি শুরু করেন। শিক্ষার্থীরা শহরের গুরুত্বপূর্ণ মোড়, প্রধান মহাসড়ক এবং রেলপথ অবরোধ করেন।


More News Of This Category
https://slotbet.online/