• বুধবার, ২১ মে ২০২৫, ০৩:১৪ অপরাহ্ন

কমলগঞ্জে ডাকাত সন্দেহে পিটুনিতে একজন নিহত

Reporter Name / ৪৮ Time View
Update : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ডাকাতি করতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার রাতের দিকে উপজেলার মাধবপুর ইউনিয়নের নুরজাহান চা–বাগানে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আলাল মিয়া, তিনি সিলেট জেলার মোগলাবাজার এলাকার বাসিন্দা ছিলেন। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।

মাধবপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. সালেহ আহমেদ জানিয়েছেন, প্রায় ১০-১৫ জনের একটি ডাকাত দল গত রাতে তাঁর বাসায় ডাকাতি করার উদ্দেশ্যে আসে। তবে ডাকাতির প্রস্তুতির সময় এলাকার চা-বাগানের নিরাপত্তাকর্মীরা ‘পাগলা ঘণ্টা’ বাজিয়ে সংকেত দেন। এ সময় স্থানীয়রা ঘটনাস্থলে এসে এক ডাকাতকে ধরে পিটিয়ে হত্যা করেন। পালানোর সময় বাকি ডাকাতরা তীর ছুড়ে পালাতে চেষ্টা করলে তীরবিদ্ধ হয়ে আরও দুই ডাকাত আহত হন। এছাড়া, পালিয়ে যাওয়ার সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে এক গ্রাম পুলিশও আহত হন।

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. শামীম আকনজি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাতি করতে এসে একজন নিহত হয়েছেন। আহত দুই ডাকাতকে আটক করে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


More News Of This Category
https://slotbet.online/