• বুধবার, ২১ মে ২০২৫, ০১:৩৪ অপরাহ্ন

সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিনের মৃত্যু, সুপ্রিম কোর্টে আজ কার্যক্রম স্থগিত

Reporter Name / ৩৮ Time View
Update : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৩ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি এবং আজ ভোরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

একটি শোকবার্তায় জানানো হয়েছে যে, আগামী ২৬ নভেম্বর বাদ জোহর সুপ্রিম কোর্টের মূল ভবনের ইনার কোর্ট ইয়ার্ডে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা অংশ নেবেন। সাবেক প্রধান বিচারপতির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, এবং মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

রুহুল আমিন ১৯৪১ সালে লক্ষ্মীপুরে জন্মগ্রহণ করেন এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ এবং এলএলবি ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৬৬ সালে পূর্ব পাকিস্তান হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এবং পরে ১৯৯২ সালে হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০০৭ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি বাংলাদেশের ১৫তম প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন।

প্রয়াত বিচারপতির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে, তবে প্রশাসনিক কাজ অব্যাহত থাকবে।


More News Of This Category
https://slotbet.online/