• বুধবার, ২১ মে ২০২৫, ০২:০২ অপরাহ্ন

বাঁশখালীতে হাতির আক্রমণে আহত ব্যক্তির মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি / ৩৮ Time View
Update : শনিবার, ১৩ জুলাই, ২০২৪

চট্টগ্রামের বাঁশখালীতে বন্য হাতির আক্রমণে আহত আবদুস সবুর (৪২) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শুক্রবার রাতে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। আবদুস সবুর বাঁশখালী উপজেলার দক্ষিণ সাধনপুর এলাকার বাসিন্দা।

 

পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সাতকানিয়া উপজেলার চূড়ামনি এলাকায় নিজের বাগানে কাজ করার সময় হাতির আক্রমণে আহত হন আবদুস সবুর। তাঁকে উদ্ধার করে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

 

স্থানীয় সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম সালাউদ্দীন কামাল বলেন, “গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় আবদুস সবুর মারা গেছেন।”


More News Of This Category
https://slotbet.online/