• বুধবার, ২১ মে ২০২৫, ০৩:১১ অপরাহ্ন

শ্রমিকদের ক্ষোভে স্থগিত চকবাজারের পলিথিন কারখানা অভিযান

Reporter Name / ৪০ Time View
Update : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

পুরান ঢাকার চকবাজার এলাকায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন বন্ধে অভিযান চালাতে গিয়ে শ্রমিকদের বাধার মুখে পড়েন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। বুধবার দুপুরে ইসলামবাগ এলাকায় অভিযানটি পরিচালিত হয়। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে এ অভিযানে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের সদস্যরা অংশ নেন। অভিযানকালে ৩টি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কারখানাগুলো সিলগালা করা হয় এবং ২ হাজার ৪৬০ কেজি পলিথিন জব্দ করা হয়।

পরিবেশ অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ইসলামবাগের একটি বহুতল ভবনে অভিযান চালানো হয়। প্রথমে ভবনটি তালাবদ্ধ দেখতে পেয়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে দেখা যায়, নিচতলা ও দোতলায় নিষিদ্ধ পলিথিন তৈরি হচ্ছিল। কারখানাগুলোতে কোনো নাম বা বৈধ লাইসেন্স ছিল না। ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এগুলো সিলগালা করা হয় এবং পলিথিনগুলো জব্দ করা হয়।

অভিযান চলাকালে কারখানাগুলোর শ্রমিকেরা রাস্তায় নেমে বিভিন্ন দাবি জানান। তাঁরা অভিযোগ করেন যে, কারখানা বন্ধ হলে তাঁদের বেকারত্বের মুখে পড়তে হবে। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীর সদস্যরা শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তবে, শ্রমিক অসন্তোষের কারণে সেনাবাহিনীর কর্মকর্তারা পরিবেশ অধিদপ্তরকে অভিযান স্থগিতের অনুরোধ জানান। পরিস্থিতির অবনতির আশঙ্কায় কর্তৃপক্ষ অভিযান আপাতত বন্ধ রেখে ফিরে আসেন।

উল্লেখ্য, পরিবেশ অধিদপ্তর ৩ নভেম্বর থেকে পলিথিন শপিং ব্যাগের উৎপাদন ও বাজারজাতের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করছে। এতে পলিথিনের ব্যবহার ও উৎপাদন নিয়ন্ত্রণে সরকার সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়েছে।


More News Of This Category
https://slotbet.online/