• বুধবার, ২১ মে ২০২৫, ০৩:৫১ অপরাহ্ন

কানাডায় হিন্দু মন্দিরে হামলার ঘটনায় নরেন্দ্র মোদির তীব্র নিন্দা

Reporter Name / ৩২ Time View
Update : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

কানাডার টরেন্টো অঞ্চলের ব্রাম্পটন শহরে একটি হিন্দু মন্দিরে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার এক সামাজিক মাধ্যমে পোস্টে তিনি এ ঘটনাকে ‘বেপরোয়া হামলা’ হিসেবে উল্লেখ করে কানাডা সরকারের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

মোদি বলেন, “কানাডায় হিন্দু মন্দিরে বেপরোয়া হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাই। সেই সঙ্গে আমাদের কূটনীতিকদের ভয় দেখানোর কাপুরুষোচিত প্রচেষ্টা সমানভাবে আতঙ্কজনক।” তিনি এ ধরনের সহিংসতাকে ভারতের দৃঢ় সংকল্পকে দুর্বল করতে পারবে না বলেও মন্তব্য করেন।

বিবিসির প্রতিবেদনে জানা গেছে, রোববার ব্রাম্পটন শহরে মন্দিরে হামলা চালানো হয়। এ ঘটনায় স্থানীয় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে এবং বেআইনি কার্যকলাপের তদন্ত চলছে বলে জানিয়েছে, তবে তদন্তের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনও প্রকাশ করা হয়নি।


More News Of This Category
https://slotbet.online/